রাতের রাস্তায় নেড়ি কুত্তাদের উৎপাত হয় বেশী। একটুতেই ঘেউ ঘেউ করে ওঠে পায়ে পায়ে হেঁটে ঘ্রাণ নেবার চেষ্টা করে। ওদের ট্রেইন্ড করেছে কারা। নাকি জন্মগত। রাস্তায় ডাস্টবিনের উচ্ছিষ্ট খেয়েই বেড়ে ওঠা। এমনি দুই কুকুর আর তিন পুলিশের খপ্পরে পড়ে মতিন...
গোরস্তানের বাইরে সীমানা বেড়ার পাশে বৃদ্ধ বকুল গাছটির নিচে বসে ঝিমুছিল ময়না। হঠাৎ সারাটা গা কেঁপে উঠে ওর। ভীষণ শীত শীত লাগছে। কিছু মনে করতে পারছে না কখন সে গোরস্তানে এসেছে। কিছু দূর এগিয়ে বাইরের এই গাছটির গোড়ায় বসে পড়ে।...